kalerkantho


রবিবার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ নভেম্বর, ২০১৭ ১৯:৩৪রবিবার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী রবিবার উখিয়ার বালুখালী ২নং অস্থায়ী রোহিঙ্গা শিবিরে পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সার্বিক প্রটোকল পরিচালনা করতে প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

জানা গেছে, রাষ্ট্রপতি দুপুর দেড়টার দিকে ইনানীতে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বেওয়াচ পৌঁছাবেন। সেখান থেকে তিনি সড়কপথে উখিয়ার বালুখালী ২নং অস্থায়ী রোহিঙ্গা শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করবেন। পরে রাষ্ট্রপতি উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে অনুষ্ঠিতব্য ২৯টি দেশের নৌবাহিনীর প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করবেন।
 মন্তব্য