kalerkantho


সংসদ অধিবেশন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০১৭ ২১:৩৮সংসদ অধিবেশন সমাপ্ত

দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশন সমাপ্তি সংক্রান্ক রাষ্ট্রপতির আদেশটি পড়ে শোনার। গত ১২ নভেম্বর সংসদের এই অধিবেশন শুরু হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র মতে, বছরের শেষ এই অধিবেশনের মেয়াদ ছিল মাত্র ১০ কার্যদিবস। অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। এই অধিবেশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোতে স্বীকৃতি পাওয়ায় ধন্যবাদ প্রস্তব উত্থাপন হয়। আলোচনা শেষে ওই প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিতে গৃহীত হয়। স্বল্পকালীন এই অধিবেশনে ৩টি বিল পাস হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ৮৭টি প্রশ্ন পাওয়া যায়। তিনি ৩২টি প্রশ্নের জবাব দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্য মোট ১ হাজার ৬৭৬ টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৩৩৩টি প্রশ্নের জবাব দেন মন্ত্রীরা। অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৮৬টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং ১১টি নোটিশ নিয়ে সংসদে আলোচনা হয়। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশ ছিল ১০৫টি।মন্তব্য