kalerkantho

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে দুদকে তলব

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ২০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেবেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে দুদকে তলব

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অবশেষে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির ঋণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। 

দুদকের কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাচ্চুসহ আরও কয়েকজনকে আগামী ৪ ডিসেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে মোট সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণের অভিযোগ ওঠার পর তদন্তে নামে দুদক।

মন্তব্য