kalerkantho


রাশিয়া সফরে সিআইএস-বিসিসিআই প্রতিনিধি দল

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১৯:৩৫রাশিয়া সফরে সিআইএস-বিসিসিআই প্রতিনিধি দল

কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র (সিআইএস-বিসিসিআই) সাত সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ৬ দিনের (২৩-২৮) রাশিয়া সফরে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সকালে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র ( সিআইএস-বিসিসিআই) প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন।

ব্যবসায়ী প্রতিনিধি দলে আরো রয়েছেন, সিআইএস-বিসিসিআই এর ডিরেক্টর ও অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জি. মেহেদী হাসান, সিআইএস-বিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ লোকমান হোসেন আকাশ, সিআইএস-বিসিসিআই ডিরেক্টর মাহবুব ইসলাম রুনু ও সিআইএস-বিসিসিআই সদস্য মোঃ ফরহাদ আমীর।

সফরসূচি অনুযায়ী ব্যবসায়ী প্রতিনিধি দলটি আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুবাই থেকে সেন্ট পিটার্সবার্গে পৌঁছবেন। ২৪ নভেম্বর সকালে প্রতিনিধি দলটি সেন্ট পিটার্সবার্গ চেম্বার অব কমার্স এর সঙ্গে, দুপুরে শিল্প উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে এবং বিকেলে রুশ  কংগ্রেস ফাইন্ডেশনের আঞ্চলিক পরিচালকের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন।

২৫ নভেম্বর প্রতিনিধি দলটি রুশ সরকারের  ব্যবসা বানিজ্য সেক্টরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি-বর্গের সঙ্গে বৈঠক করবেন। ২৬ নভেম্বর স্থানীয় ফ্লাইটে মস্কোর উদ্দেশ্যে সেন্ট পিটার্সবার্গ ত্যাগ করবেন প্রতিনিধি দলটি। ২৭ নভেম্বর প্রতিনিধি দলটি মস্কোর বাংলাদেশ দূতাবাসে যাবেন এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও চেম্বার কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। ২৮ নভেম্বর সিআইএস-বিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে মস্কো ত্যাগ করবেন।মন্তব্য