kalerkantho


ময়মনসিংহে স্মার্ট পাওয়ার টিলারের মাঠ প্রদর্শনী

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১৬:৫২ময়মনসিংহে স্মার্ট পাওয়ার টিলারের মাঠ প্রদর্শনী

কৃষকের জীবনে নতুন গতি এনে দিতে এসিআই মটরস নিয়ে এসেছে স্মার্ট পাওয়ার টিলার এবং আর-২৮। বাংলাদেশে এই প্রথম ২৮ ব্লেডের পাওয়ার টিলার চাষের সুবিধার জন্য কৃষকের দ্বারে এনে দিল এসিআই মটরস। ১৭ ও ১৮ নভেম্বর ময়মনসিংহের ঝাউগড়া প্রাইমারি স্কুলের পাশে, স্মার্ট (হ্যান্ড) পাওয়ার টিলার এবং আর-২৮ মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

জানা যায়, আর-২৮ এর মাধ্যমে সময় সাশ্রয় ৩৭% এবং ফুয়েল সাশ্রয় ৩০% হবে। এবং স্মার্ট (হ্যান্ড) পাওয়ার টিলারের সঠিক পরিচালনার মাধ্যমে শুকনো জমি ও ভিজা মাটিতে চাষ, রবি শষ্যের জন্য বেড তৈরি করা যায় এবং হাওর অঞ্চলের জন্য প্রযোজ্য। তাছাড়া কৃষকের আরো সুবিধা বাড়িয়ে দিতে রয়েছে উন্নতমানের গিয়ার।মন্তব্য