kalerkantho


বাড়ছে বিদ্যুতের দাম

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১৬:২০বাড়ছে বিদ্যুতের দাম

আবারও বাড়ছে বিদ্যুতের দাম। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই গ্রাহকদের নতুন মূল্যহারে বিদ্যুতের বিল দিতে হবে। গ্রাহক শ্রেণি নির্বিশেষে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে গড়ে ৫ শতাংশের মতো বাড়বে। তবে পাইকারি ক্ষেত্রে দাম বাড়বে না।

দরিদ্র গ্রাহকদের (লাইফ লাইন) ক্ষেত্রে দাম বাড়বে। তবে এত দিন তাদের যে ন্যূনতম বিল (মিনিমাম চার্জ) দিতে হতো, সেটা আর থাকবে না। মিনিমাম চার্জ তুলে দেওয়ার ফলে ৩০ লাখ দরিদ্র গ্রাহক উপকৃত হবে। আর সাত লাখ লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম কিছুটা বাড়বে।মন্তব্য