kalerkantho


আবহাওয়া : দিনের তাপমাত্রা হ্রাস পাবে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১১:৪৪আবহাওয়া : দিনের তাপমাত্রা হ্রাস পাবে

সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, ফলে শীতের অনুভূতি বাড়বে। এ ছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


আরো পড়ুন : আবহাওয়া : বৃষ্টি কমতে পারে কাল


পূর্বাভাসে আরো বলা হয়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।


আরো পড়ুন : আবহাওয়া : আগামী ৭২ ঘণ্টায় দিনের


গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চুয়াডাঙ্গা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

 মন্তব্য