kalerkantho


দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে জেলা জজদের মতবিনিময় ৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক    

২৩ নভেম্বর, ২০১৭ ০২:৪৩দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে জেলা জজদের মতবিনিময় ৩ ডিসেম্বর

সারাদেশে কমর্রত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার মতবিনিময় আগামী ৩ ডিসেম্বর। এদিন তিনি নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক অভিভাষণ দেবেন। 

গতকাল বুধবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরম্নল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সংশিস্নষ্ট কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়েছে, জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন, ২০১৭ এর পরদিন ৩ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত্ম সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সারাদেশে কর্মরত  জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি  মো. আবদুল ওয়াহ্হাব মিঞা মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন। মন্তব্য