kalerkantho


শাকুর মজিদের ৫২তম জন্মবার্ষিকীতে ৪ খণ্ডের ভ্রমণসমগ্রের প্রকাশনা উৎসব

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৭ ২১:৩৭শাকুর মজিদের ৫২তম জন্মবার্ষিকীতে ৪ খণ্ডের ভ্রমণসমগ্রের প্রকাশনা উৎসব

স্থপতি ও বহুমাত্রিক লেখক শাকুর মজিদের প্রকাশিত ১৭টি ভ্রমণগ্রন্থ নিয়ে সম্পূর্ণ চার রঙে চার খণ্ডে ভ্রমণসমগ্র প্রকাশ করেছে কথা প্রকাশ। 

আগামীকাল বুধবার বিকেলে গুলশানের ক্যাডেট কলেজ ক্লাব চত্বরে শাকুর মজিদের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ভ্রমণসমগ্রের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে শাকুর মজিদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সুহৃদ, স্বজন, সহপর্যটক, প্রকাশক ও বন্ধুমহল উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

শাকুর মজিদ ১৯৬৫ সালের ২২ নভেম্বর তিনি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা দোয়াখাঁ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল মজিদ ও মাতার নাম ফরিদা খাতুন। তিন ভাই ও দু’বোনের মধ্যে শাকুর মজিদ সবার বড়।মন্তব্য