kalerkantho


তিন মাস পর ফিরে এলেন নিখোঁজ অনিরুদ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৭ ১৪:০২তিন মাস পর ফিরে এলেন নিখোঁজ অনিরুদ্ধ

রাত ৪টা। কলিংবেলের শব্দে নতুন করে আঁতকে ওঠেন শাশ্বতী রায়। দরজার কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে ওপার থেকে একজন বলেন, ‘আমি অনিরুদ্ধ। ’ শাশ্বতী দরজা খুলে যা দেখেন, নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না। সামনে দাঁড়িয়ে প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা স্বামী। শাশ্বতী আনন্দ-আবেগে হাউমাউ করে কেঁদে ওঠেন। সন্তানদেরও ঘুম ভেঙে যায়। রাজধানী থেকে নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধর এই ফিরে আসা পরিবারে যে বাঁধভাঙা আনন্দ নিয়ে আসে এর সঙ্গে কিছুর তুলনা হয় না।

গত ২৭ আগস্ট বিকেলে ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছে বলে থানায় করা জিডিতে জানানো হয়েছিল। এর ৮৩ দিন পর গত বৃহস্পতিবার ঘরের মানুষ ঘরে ফেরেন। ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন অনিরুদ্ধ।

অনিরুদ্ধর স্ত্রী শাশ্বতী রায় গতকাল শনিবার বিকেলে কালের কণ্ঠকে জানান, স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে তিনি দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারেন না। তাঁর সন্তানরাও বাবার চিন্তায় অস্থির থাকে সারাক্ষণ। বৃহস্পতিবার ভোররাতেও শাশ্বতী রায়ের ঘুম আসছিল না। কিছুটা তন্দ্রা ভাব আসতেই তিনি কলিং বেলের শব্দ পান। এত রাতে কে কলিং বেল বাজাল! চমকে যান তিনি। পরে দেখেন, যে পোশাকে নিখোঁজ হয়েছিলেন অনিরুদ্ধ, সেই পোশাকেই ফিরে এসেছেন তিনি। শাশ্বতী রায় জানান, স্বামীকে ফিরে পেয়ে তিনি আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন।

শাশ্বতী রায় কালের কণ্ঠকে বলেন, ‘আমার স্বামীকে ফিরে পেয়েছি, এতেই আমরা খুব খুশি। আপনারা আশীর্বাদ করবেন। ’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁকে কে নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল—এসব বিষয় জানতে চাইনি। ফেরার পর থেকে অনিরুদ্ধর বেশির ভাগ সময় ঘুমে কাটছে। ’ অনিরুদ্ধ রায়ের সঙ্গে কথা বলতে চাইলে শাশ্বতী রায় বলেন, ‘এখন ঘুমুচ্ছেন। যদি কিছু বলতে চান তিনি পরে বলবেন। এখন বিশ্রাম নিচ্ছেন। ’

নিখোঁজের চাঞ্চল্যকর ঘটনার পর এর আগেও যাঁরা ফিরে এসেছেন তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।মন্তব্য