kalerkantho


হাজী মোহাম্মাদ এর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ১৮:১৫হাজী মোহাম্মাদ এর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

ফাইল ছবি

প্রবীণ রাজনীতিবিদ, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক সভাপতি হাজী মোহাম্মাদ-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

হাজী মোহাম্মাদ আজ সকালে সাড়ে ৯টায় বিভাগদির নিজ বাসভবনে ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....... রাজেউন)।

আজ এক শোকবাণীতে সংসদ উপনেতা বলেন, হাজী মুহাম্মাদ ছিলেন একজন ত্যাগী নেতা। আওয়ামী লীগের দুঃসময়ে তিনি স্থানীয় নেতা কর্মীদের আগলে রেখেছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নিয়েছিলেন।

সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি। উপনেতা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মন্তব্য