kalerkantho


৯ম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের মহাসমাবেশ ২৫ নভেম্বর

কালের কণ্ঠ অনলাইন   

১১ নভেম্বর, ২০১৭ ১৯:৩৯৯ম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের মহাসমাবেশ ২৫ নভেম্বর

অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আগামী ২৫ নভেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এই কর্মসূচি ঘোষণা করেছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আগে জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে রাজপথে আনন্দ মিছিল করা হবে। মিছিলে যোগ দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

গতকাল শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি জাফর ওয়াজেদ ও শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।মন্তব্য