kalerkantho


স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠক করলেন খালেদা

কালের কণ্ঠ অনলাইন   

২৪ অক্টোবর, ২০১৭ ০০:৪৭স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠক করলেন খালেদা

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ তিন মাস পর লন্ডন থেকে দেশে ফিরে দলের স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠক করেছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সোয়া ১০টায় বৈঠক শেষ হওয়ার পর জানানো হয়, বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে নয়া পল্টনে প্রেস ব্রিফিং করবেন।

বৈঠকে মহাসচিব ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।মন্তব্য