kalerkantho


সব রুটে নৌযান চলাচল শুরু

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৭ ০৯:১৭সব রুটে নৌযান চলাচল শুরু

দেশের সব রুটে নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ রবিবার সকালে সব নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত তুলে দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

বিআইডাব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, অভ্যন্তরীণ নৌ সতর্কতা সংকেত উঠে যাওয়ায় দেশের সব রুটে নৌ চলাচল আবারো শুরু হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে গতকাল শনিবার দেশের সব নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেয় আবহাওয়া অফিস। এরপর থেকে সব রুটে নৌ চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।মন্তব্য