kalerkantho


সদরঘাট থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৭ ১৯:০০সদরঘাট থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে

ফাইল ছবি

বৈরী আবহওয়ার কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে সকাল ৯টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌচলাচল বন্ধের এ নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. নাদিরুজ্জামান।

তিনি জানান, নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত অব্যাহত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।মন্তব্য