kalerkantho


আদ-দ্বীন বিনামূল্যে স্তন ক্যান্সার সেবা দিচ্ছে

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৭ ০৪:০৩আদ-দ্বীন বিনামূল্যে স্তন ক্যান্সার সেবা দিচ্ছে

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে পরামর্শ ও সেবা প্রদান করছে। কর্মসূচির আওতায় বিনামূল্যে মহিলাদের স্তন পরীক্ষা ও ম্যামোগ্রাফি করা হচ্ছে।

রাজধানীর বড় মগবাজার এলাকার এ হাসপাতালে সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত্ এই সেবা কার্যক্রম চলছে। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। 

স্তন ক্যান্সার বিশেষজ্ঞরা জানান, স্তনের কোনো অংশে চাকা হয়ে যাওয়া, স্তনের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া, রং এর পরিবর্তন, আশপাশে ফুসকুড়ি দেখা যাওয়া, বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা যাওয়াকে সাধারণত স্তন ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। নিয়মিত পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এই মরণব্যাধি প্রতিরোধ করা সম্ভব। 

হাসপাতালের পরিচালক ডা: নাহিদ ইয়াসমিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি ৮জন নারীর মধ্যে এক জনের স্তন ক্যান্সারে আক্রান্ত্ হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছি। তিনি জানান, প্রতিদিন ৩০ জন মহিলা এই সেবা গ্রহণ করছে। বিজ্ঞপ্তিমন্তব্য