kalerkantho


আইপিইউ সম্মেলনে যোগ দিতে সংসদীয় প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০১৭ ০৬:২২আইপিইউ সম্মেলনে যোগ দিতে সংসদীয় প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ

আগামীকাল শনিবার থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে বসছে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৭ তম অ্যাসেম্বলি। ওই সম্মেলনে যোগ দিতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ২০ সদস্যের সংসদীয় প্রতিনিধি ঢাকা ত্যাগ করেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রতিনিধি দলে সরকার ও বিরোধী দলের ১৪ জন সংসদ সদস্য রয়েছেন। তারা হলেন- প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, মহিউদ্দীন খান বাদল, নূর-ই-আলম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, ডা. মো. হাবিব-এ মিল্লাত, পঙ্কজ নাথ, ফজলে হোসেন বাদশা, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম সাবিনা আক্তার তুহিন ও মো. মামুনুর রশিদ। 

প্রদিনিধি দলে থাকা কর্মকর্তারা হলেন- জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, ডেপুটি স্পিকারের একান্ত সচিব কল্লোল কুমার চক্রবর্তী, উপ-সচিব মো. আলী আশরাফ, উপ-পরিচালক নাইমুল আজম খান এবং বিরোধী দলীয় নেতার এপিএস এ কে এম আব্দুর রহিম ভূঞা।

সূত্র জানায়, সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে গঠিত সবচেয়ে বড় সংস্থা আইপিইউ’র বর্তমান সদস্য ১৭৩টি রাষ্ট্র। বর্তমানে জাতীয় সংসদের সরকার দলীয় সদস্য সাবের হোসেন চৌধুরী সংস্থাটির প্রেসিডেন্ট। গত এপ্রিলে বাংলাদেশে ওই সংস্থার ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। রাশিয়ার ১৩৭তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধি দল বৃহস্পতিবার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তারা ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগদান ছাড়াও একাধিক দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 

এদিকে ওই সম্মেলনকে সামনে রেখে জাতীয় সংসদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সমস্যা মোকাবেলায় মায়ানমারকে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোকে আহ্বান জানানোর প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।মন্তব্য