kalerkantho


রবিবার ইসির সংলাপে যাচ্ছে বিএনপি

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ২০:৫৭রবিবার ইসির সংলাপে যাচ্ছে বিএনপি

ফাইল ছবি

আগামী রবিবার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, শুধু এটুকু জানাচ্ছি, আমাদের প্রতিনিধিদল ১৫ তারিখ নির্বাচন কমিশনে যাচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হবে। দেশের রাজনীতিতে চলমান বিষয়গুলোও আলোচনায় তুলে ধরা হবে।
 
জানা গেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সংলাপে যাবে। প্রতিনিধি দলে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য থাকবেন।মন্তব্য