kalerkantho


আঙ্গুর মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক    

২২ সেপ্টেম্বর, ২০১৭ ২১:০৯আঙ্গুর মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদরুল কবিরের (আঙ্গুর মিয়া) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। আজ শুক্রবার এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
 
আওয়ামী লীগের ত্যাগী নেতা আঙ্গুর মিয়া আজ শুক্রবার ভোররাতে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
শোক বাণীতে ডেপুটি স্পিকার বলেন, "মুজিব আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ কর্মী আঙ্গুর মিয়ার মৃত্যুতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ গাইবান্ধায় আওয়ামী লীগকে সংগঠিত করে দলের কার্যক্রম জোরদার করার ক্ষেত্রে এই নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা ওই এলাকার জনগণ আজীবন মনে রাখবে।" 
 
 


মন্তব্য