kalerkantho


জাতি গঠনে নৈতিক শক্তির ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ২০:১৩জাতি গঠনে নৈতিক শক্তির ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্বমানের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে দেশে ও জাতি গঠনে ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ বিকেলে ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য সন্তানদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা পত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ বৃত্তি হিসেবে তুলে দেন।

এতে ২০১৭ সালে উত্তীর্ণ এসএসসি’র ২৫ জন এবং এইচএসসির ১২ জনসহ মোট ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, অভিভাবকদের পক্ষে সিনিয়র সাংবাদিক মধুসূদন মন্ডল, শাহনাজ মুন্নী, শাহ মনওয়ার জাহান কবির, সংবর্ধিতদের মধ্যে তাসফিয়াহ ইলিয়াস খান, শ্রীদেব মন্ডল রাহুল প্রমুখ বক্তব্য রাখেন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তাদেরকে গঠন করতে হবে। 

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সাধারণ জ্ঞান অনেক। তারা বিশ‌বমানের মেধার অধিকারী। আজকের জগৎ উন্মুক্ত, তাই বিশ্বমানের শিক্ষা অর্জন করলে তারা বিশে^র যেকোন স্থানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। মন্তব্য