kalerkantho


কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় হট লাইন সার্ভিস চালু করবে ডিএসসিসি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৭ ১৮:৪৭কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় হট লাইন সার্ভিস চালু করবে ডিএসসিসি

আসন্ন ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় একটি হট লাইন সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে নগরীকে বর্জ্যমুক্ত করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘কোরবানির বর্জ্য অপসারণে কর্পোরেশন ঘোষিত সময়ের পরও কোথাও বর্জ্য পড়ে থাকলে তা অপসারণে নাগরিকগন হটলাইনের সাহায্য নিতে পারবেন। হটলাইনে ফোন করলেই কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা দ্রুততার সাথে আবর্জনা অপসারণ করার ব্যবস্থা নেবেন।’ 

জাতীয় শোক দিবস উপলক্ষে মেয়র সাদেক হোসেন খোকা মিলনায়তনে আজ এক আলোচনা সভায় মোহাম্মদ সাঈদ খোকন প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে। 

স্মৃতি সংসদ সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়াসহ ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 


মন্তব্য