kalerkantho


১০ বছরে ৩ গুণ গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ১৬:৩১১০ বছরে ৩ গুণ গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

আগামী দশ বছরে তিনগুণ বেড়ে যাবে গ্যাসের দাম। বিষয়টি বিবেচনায় রেখে এখন থেকেই প্রাইসিংয়ের বিষয়ে কৌশল নির্ধারণ করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। আজ শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম।

তামিম বলেন, গ্যাসের দাম বেড়ে গেলে বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। হঠাৎ করে সমন্বয় করতে গেলে ব্যবহারকারীরা সংকটে পড়বেন। এ কারণে  একটি সমন্বিত পরিকল্পনা থাকতে হবে। তিনি বলেন, শুধু ৫'শ এলএনজি যুক্ত হওয়ার ফলে বিদ্যুতের উৎপাদন খরচ ২০ সেন্টে গিয়ে দাড়াঁবে। দেশীয় গ্যাস কমে যেতে থাকবে, শেয়ার বাড়বে এলএনজির। আর সমান তালে বাড়বে বিদ্যুতের উৎপাদন খরচ।

এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন,  বিইআরসির সদস্য মিজানুর রহমান প্রমুখ।

 


মন্তব্য