kalerkantho


শোক দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    

১৫ আগস্ট, ২০১৭ ২১:২৭ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দেয়ালে সাঁটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে হলের ১১ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে হল প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ১৪ আগস্ট দিবাগত রাতে হলের বিভিন্ন দেয়ালে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার সাঁটানো হয়। হলের কয়েকজন শিক্ষার্থী সে রাতেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পরদিন হলের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাদেরকে পুলিশে দেওয়া হয়।

আটক শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের আসিফ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের রিয়াজ উদ্দীন, মনোবিজ্ঞান বিভাগের আজিম উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোকছেদুল আলম, এহসান আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের শাহিনুজ্জামান, ট্যুরিজম বিভাগের ওবাইদুল হক ভূঁইয়া, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মনির হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জি এম আরাফাত ইসলাম এবং  দর্শন বিভাগের জি এম বায়েজিদ ইসলাম। তাদের শিক্ষাবর্ষ জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, "জাতীয় শোক দিবসের পোস্টার ছেঁড়ায় কয়েকজনকে পুলিশে দিয়েছে হল প্রশাসন। তাদের ব্যাপারে হল প্রশাসন ব্যবস্থা নেবে।" হল প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলেন, "শোক দিবসের ছবি ছেঁড়ায় সিসি টিভির ফুটেজ দেখে ১১ জনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তাদেরকে অ্যাকাডেমিক শাস্তি দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সুপারিশ করব।"

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, "পোস্টার ছেঁড়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে। তাদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরামর্শ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" 


মন্তব্য