kalerkantho


এমন কিছু করবেন না যেন দেশের ক্ষতি হয় : ওবায়দুল কাদের

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুলাই, ২০১৭ ১৫:২১এমন কিছু করবেন না যেন দেশের ক্ষতি হয় : ওবায়দুল কাদের

ফাইল ফটো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে।

শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

এ ব্যাপারে জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সবার আগে দেশ। আজ দলের বিরুদ্ধে দলের ক্ষোভ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, নালিশ থাকতে পারে। কিন্তু এমন কিছু করবেন না যেন দেশের কোনো ক্ষতি হয়।

কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তিনি নিজেই বলেছেন সরকারকে দেশে-বিদেশে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তাকে অপহরণ করা হয়েছে।মন্তব্য