kalerkantho


শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৭ ১১:৫৯শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিমেন্ট ও চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া ১০টার দিকে উপজেলার ঢাকা-মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে শাহজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিষয়টি জানান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। নিহতের মধ্যে সিমেন্টবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী রয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানাতে পারেননি ওসি জিয়া লতিফুল ইসলাম।

 


মন্তব্য