kalerkantho


প্রধানমন্ত্রী খালিয়াজুরী যাচ্ছেন আজ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মে, ২০১৭ ০৯:৪১প্রধানমন্ত্রী খালিয়াজুরী যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার নেত্রকোনার খালিয়াজুরীতে যাচ্ছেন। সেখানে তিনি অকাল বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে খালিয়াজুরী উপজেলা সদরে কলেজ মাঠসংলগ্ন হ্যালিপ্যাডে নামবেন। তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও প্রস্তুতি সভা করেছেন।


মন্তব্য