kalerkantho


জবির শত বছরের পূরনো কৃষ্ণচূড়া বৃক্ষটি আর নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ মে, ২০১৭ ২২:৩৯জবির শত বছরের পূরনো কৃষ্ণচূড়া বৃক্ষটি আর নেই

ছবি : কালের কণ্ঠ

কোন ধরণের প্রাকৃতিক ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ করে উপড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শান্তচত্বরে সগৌরবে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির কৃষ্ণচূড়া গাছটি। এতে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি। আজ বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা ইতিহাস বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আমরা গাছটির নিচেই বসা ছিলাম, হঠাৎ মড় মড় শব্দ হতে লাগলো, তখন যারা গাছেল নিচে বসা ছিলাম সবাই অল্প সময়ের মধ্যে সরে যাই। কয়েক সেকেন্ডের মধ্যে গাছটি উপড়ে পড়ে। 

গাছ উপড়ে যাওয়ার কিছু সময় পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাছটি সরানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, দেখেই বুঝা যাচ্ছে অনেক পুরনো গাছ এটি। নিচে শিঁকড় বিস্তার না ঘটতে পারার কারণে এই ধরণের ঘটনাগুলো বেশি হয়।
 


মন্তব্য