kalerkantho


বাবলু-টুম্পার বিয়ে, মামা শ্বশুর হলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক   

২১ এপ্রিল, ২০১৭ ২০:১৩বাবলু-টুম্পার বিয়ে, মামা শ্বশুর হলেন এরশাদ

আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমানে চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেজেবুন্নেছা টুম্পা। এরশাদের বারিধারার বাড়িতে এই আলোচিত বিয়ে অনুষ্ঠিত হয়। 

বিয়েতে উকিল শ্বশুর হয়েছেন এরশাদের সহোদর ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের। মেয়ে পক্ষের সাক্ষী হয়েছেন দলের বর্তমান মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। ছেলে পক্ষের সাক্ষী হয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় বর জিয়াউদ্দিন বাবলু তার ভাই-বোন, ছেলে ও ছেলের বউসহ এরশাদের বাইরধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাসভবনে আসেন। সাড়ে ১১টার সময় বাবলু এবং টুম্পার আকদ পড়ানো হয়।

এ সময় টুম্পার মা মেরিনা রহমান এমপি, কনের খালাসহ আরো কয়েকজন নিকট আত্মীয় উপস্থিত ছিলেন। এ ছাড়া দলীয় নেতাদের মধ্যে প্রেসডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং মেজর অব. খালেদ আখতার উপস্থিত ছিলেন। তবে এরশাদের স্ত্রী, দলের সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলের নেতা রওশন এরশাদ এই আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

সন্ধ্যায় নবদম্পতির সৌজন্যে খিলক্ষেতের লা মেরিডিয়ান রেস্টুরেন্টে আয়োজন করা হয় প্রীতিভোজের। প্রীতিভোজ অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ, জিএম কাদের কাদের, রুহুল আমিন হাওলাদার ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, এটিইউ তাজ রহমান, মেজর অব. খালেদ আখতারসহ দলের কয়েকজন শীর্ষনেতা উপস্থিত হন। প্রীতিভোজ অনুষ্ঠানে দলের নেতা এবং দুপক্ষের আত্মীয়-স্বজন দেখা গেলেও অন্য কোনো দলের নেতাদের দেখা যায়নি। আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যম কর্মীকেও। তবে খবর ছড়ানো পর অনেকেই একে 'বুড়ো বয়সের বিয়ে' বলে মন্তব্য করছেন। 

উল্লেখ্য, বর জিয়াউদ্দিন বাবলু এবং কনে মেহেজেবুন্নসা উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। তার এক ছেলে আশিক আহমেদ। তার ছেলে ব্যবসার সাথে জড়িত এবং বিবাহিত। পক্ষান্তরে, টুম্পারও প্রথম সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।


মন্তব্য