kalerkantho


পথচলতি যানবাহনের ওপর হঠাৎই ভেঙে পড়ল গাছ, নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ১৩:৫৫পথচলতি যানবাহনের ওপর হঠাৎই ভেঙে পড়ল গাছ, নিহত ১

সকালবেলায় যাত্রীদের অফিস যাওয়ার তাড়ায় রাস্তায় যানবাহনের স্রোত। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে সংসদ ভবনের পেছনের লেক রোডে এ রকম পথচলতি যানবাহনের ওপর হঠাৎই ভেঙে পড়ে বড় একটি গাছ। এতে নিহত হয়েছেন একজন মোটরসাইকেল আরোহী। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশার একজন চালক আহত হয়েছেন।

পুলিশের শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হাসান গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে লেক রোডের একটি কৃষ্ণচূড়া গাছ পথচলতি যানবাহনের ওপর ভেঙে পড়ে। এতে একজন মোটরসাইকেল আরোহী নিহত ও একজন সিএনজিচালক আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা সোহরাব বলেন, নিহত ব্যক্তির নাম মুজাহিদুল ইসলাম (৩৫)। তিনি মেডিক্যাল সরঞ্জামাদির ব্যবসা করতেন। তার বাড়ি গাজীপুরের জয়দেবপুরে।মন্তব্য