kalerkantho


বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের সঙ্গে সিআরআই এর অন্য রকম অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৭ ২০:৪৬বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের সঙ্গে সিআরআই এর অন্য রকম অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই)। শিশুদের কাছে বঙ্গবন্ধুর শৈশবকাল, রাজনৈতিক জীবন, সংগ্রামের কথা তুলে ধরার লক্ষ্যেই আজ শুক্রবার অনুষ্ঠানটি ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে দুপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ উপস্থিত হন। 

অনুষ্ঠানে আগত শিশুদের সঙ্গে বসে বাবার সঙ্গে তাঁর বিভিন্ন ঘটনার স্মৃতিচারন করেন। শেখ রেহানা তাদের বলেন, “আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, আমার বাবা বেশির ভাগ সময় জেলেই থাকতেন, দেশের জন্য লড়ার কারণে। বাবার হাত ধরে স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি। বেশির ভাগ একাই যেতেন, না হয় তাঁর মা বেগম ফজিলাতুন্নেসা তাঁকে স্কুলে নিয়ে যেতেন। 

বঙ্গবন্ধু বাসায় থাকলে শেখ রেহানা বাবার সঙ্গে স্কুলে যাওয়ার বায়না ধরতেন। তাই বঙ্গবন্ধু অফিস থেকে ফেরার সময় রেহানাকে স্কুল থেকে নিয়ে আসতেন। তিনি বলেন, “এ সময় ঈদের আনন্দের মতো আনন্দ হতো। 

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে তাদের জীবনের বিভিন্ন ঘটনাও শোনান শেখ রেহানা। তিনি বলেন, বয়স যখন ৩-৪ তখন তারা এই বাড়িতে এসে ওঠেন। বাড়ির উঠানে বাস্কেটবল খেলতেন, বাবা জেলমুক্ত থাকলে বাসায় থাকতেন আর তখন পরিবারের সবাই মিলে ব্যাডমিন্টন খেলতেন।বিভিন্ন রকমের ফুলে ভরে থাকতো বাসার বাগান, বারান্দা। সকালের খবরের কাগজ পড়ে স্কুলে যাওয়ার আগে ফুল কুড়িয়ে মালা বানাতেন। 

তিনি বাচ্চাদের জিজ্ঞেস করেন তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছে কিনা। তখন বাচ্চারা সবাই শেখ রেহানার সঙ্গে উচ্চারণ করে, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' 

এ সময় বঙ্গবন্ধু কোথায় জন্মেছিলেন, তাঁর বাবা-মার নাম কি শেখ রেহানার এমন প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয় শিশু-কিশোররা। বাবা কেমন শাসন করতেন, একজন শিশুর এমন প্রশ্নে শেখ রেহানা বলেন, মারধর তো দুরের কথা কখনো বকাও দিতেন না। শুধু এমনভাবে তাকাতেন যে আমরা বুঝে ফেলতাম যে কোন ভুল করে ফেলছি। মন্তব্য