kalerkantho


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরে নেতাকর্মীর ঢল

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৭ ০৯:০৪বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরে নেতাকর্মীর ঢল

স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরের সামনে জড়ো হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ মার্চ) জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
সকাল ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বের হয়ে আসার পর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বর জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ,জনতা ব্যাংক লিমিটেড, বঙ্গবন্ধু পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছেন।
এ সময় নেতাকর্মীরা সঙ্গে ফুল ও কেক নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বের হলে তারা একযোগে ধানমন্ডির ৩২ নম্বরে প্রবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।মন্তব্য