kalerkantho


আজ শুরু হচ্ছে শিশু একাডেমির বইমেলা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৭ ০২:৪৩আজ শুরু হচ্ছে শিশু একাডেমির বইমেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা ২০১৭’। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এ মেলা।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে একাডেমির পরিচালক আনজীর লিটন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হবে বইমেলা। শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিবে। ১০ দিনব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তবে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিকেলে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।মন্তব্য