kalerkantho


দিনাজপুরে নারী মুরিদসহ পীরকে গলা কেটে হত্যা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৭ ২২:৫৫দিনাজপুরে নারী মুরিদসহ পীরকে গলা কেটে হত্যা

দিনাজপুরে কথিত এক পীর ও তার নারী মুরিদকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের দৌলা গ্রামে ওই পীরের খানকার মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন চৌধুরী (৬৮) দৌলা খানকার পীর হিসেবে পরিচিত। আর নিহত নারী মুরিদের নাম রুপালী বেগম (২৩)।
বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান বলেন, রাতে স্থানীয়দের কাছ থেকে ওই দুজনের গলাকেটে হত্যার কথা শুনে ঘটনাস্থলে আমরা এসেছি। রাতের কোন সময় কারা তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।মন্তব্য