kalerkantho


শিশু দিবস উপলক্ষে ক্যানভাস শিশুশিল্প উৎসব

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৭ ০৪:৫১শিশু দিবস উপলক্ষে ক্যানভাস শিশুশিল্প উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে রাজধানীর পল্লবীতে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেন্টার ফর এডভান্স নারচারিং এন্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ (ক্যানভাস) এর ‘ফ্লাগশিপ ইভেন্ট’ শিশুশিল্প উৎসব। আগামী ১৭ মার্চ শিশু দিবস উপলক্ষে পল্লবীর ৩২ নম্বর রোডে দিনব্যাপী এই উৎসবটি আয়োজন করা হয়েছে।

শিশু দিবসকে কেন্দ্র করে সকালে উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতা। শিশুদের আঁকা ছবিগুলোর প্রদর্শনী চলবে দিনভর। একই সময়ে অভিজ্ঞ শিল্পীদের তত্ত্বাবধানে চারুকলার বিভিন্ন বিষয়ে বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহনকারী শিশুদের চিত্রাঙ্কন ও রঙ, কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলার সম্পর্কে জানানো হবে। একইসঙ্গে তারা হাতে-কলমে শেখারও সুযোগ পাবে শিশুরা। তিন থেকে ১৫ বছর বয়সী শিশুরা উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। 

আগ্রহীদের ক্যানভাসের ওয়েবসাইটে (www.canvas.edu) ঢুকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে। তবে কর্মশালায় অংশ নিতে ফি দিতে হবে। 

উৎসবে স্বাগত বক্তব্য রাখবেন ক্যানভাস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম (এফসিএ)। সন্ধ্যায় উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। এছাড়া তাছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্কাটুনিস্ট আহসান হাবীব, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, শিল্পী নায়লা আজাদসহ আরো অনেকে। আরো জানতে সরাসরি  কল করুন - উৎসবের ব্যবস্থাপনা প্রধান ফাহিম ফেরদৌসের +৮৮০১৭১৫০১৩২৩৪ নম্বরে। রবিবার ক্যানভাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।মন্তব্য