kalerkantho


আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরার আহ্বান স্পিকারের

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৭ ০৪:২৩আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরার আহ্বান স্পিকারের

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় “ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাস্তবায়িত সকল কর্মকাণ্ডের সমন্বিত প্রচার, সোশ্যাল মিডিয়া চ্যানেলসমূহে ডিজিটাল বাংলাদেশের নানাবিধ অর্জন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং সংসদ সচিবালয়ের সহযোগিতায় গতকাল রাতে এ কর্মশালার আয়োজন করা হয়।

এছাড়া জনপ্রতিনিধিদের সাথে জনগণের ফলপ্রসূ দ্বিমুখী যোগাযোগ আরো বেশী মাত্রায় সমুন্নত করা এবং ডিজিটাল মাধ্যম ব্যবস্থাপনা আরো বেশী কার্যকর করাও কর্মশালার লক্ষ্য ছিল। স্পিকার এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়া জন্য উচ্চগতির ওয়াইফাই উদ্বোধন করেন।মন্তব্য