kalerkantho


হাসপাতালে নেতাদের দেখতে গেলেন খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ০২:৩৬হাসপাতালে নেতাদের দেখতে গেলেন খালেদা জিয়া

চিকিৎসাধীন সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নু ও বিএনপি নেতা ফজলুল রহমান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজ নেন তিনি।

খালেদা জিয়া প্রথমে সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর সঙ্গে দেখা করেন। চিকিৎসকের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।  এ সময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হারুনুর রশিদ খান মুন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

পরে খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত বিএনপি নেতা ফজলুল রহমান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ওই নেতার চিকিৎসার খোঁজ নেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মন্তব্য