kalerkantho


ব্যাপক বৃষ্টিপাত : জনজীবন বিপর্যস্ত

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৭ ২২:২১ব্যাপক বৃষ্টিপাত : জনজীবন বিপর্যস্ত

বন্দর নগরী চট্টগ্রামে দিনব্যাপী ভারি ও থেমে থেমে মাঝারি বৃষ্টিপাতে নগর-জনজীবন বিপর্যস্ত হয়েছে।
নগরীর বিশাল এলাকা জুড়ে বৃষ্টির পানিতে নিমজ্জিত হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। অতি বৃষ্টিপাতের ফলে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়। 
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ুর কারণে একটি গভীর সঞ্চালনশীল মেঘমালার আকৃতি গ্রহণ করছে। এর প্রভাব উপকূল সংলগ্ন এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬.৯ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে জলাবদ্দতার সৃষ্টি হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় নগরীতে। 
চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বন্দরে কাজ তেমন বিঘ্নিত না হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে কনটেইনার উঠা-নামাতে কিছুটা সমস্যা হয়।
চট্রগ্রাম বিমান বন্দর সুত্রে জানা যায়, বৃষ্টিপাতে বিমান চলাচল বিঘ্নিত না হলেও ফ্লাইট সময় সূচিতে বিঘ্ন ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ সুত্র জানায়, অতি বৃষ্টির কারণে নগরীতে কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। কোন পাহাড় ধসের খবর পাওয়া যায়নি। মন্তব্য