kalerkantho


কুড়িলে ছয়তলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৭ ১৬:৫৭কুড়িলে ছয়তলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ সব সময় কাজ করে আসছে, ''আগামীতেও করবে। দেশের অর্থনীতি ও জিডিপি উন্নয়নে আবাসন খাতের বড় অবদান রয়েছে। বসুন্ধরা এই এলাকার মানুষকে নিয়েই সেই অবদানে ভূমিকা রাখছে।'' সোমবার রাজধানীর কুড়িল বড়বাড়িতে ছয়তলা জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

মসজিদের সভাপতি ইসরাফিল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াকিল উদ্দিন, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, কুড়িল বড়বাড়ি জামে মসজিদের মোতায়াল্লি মো. আলাউদ্দিন, মসজিদের কোষাধ্যক্ষ হাজি ইজাফফর হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি লাইস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বসুন্ধরা চেয়ারম্যান বলেন, ''শিল্প খাতের পাশাপাশি ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। আগামীতে কর্মসংস্থান সৃষ্টিতে এই কর্মপরিধি আরও বাড়ানো হবে।''
বক্তব্য শেষে সবাইকে নিয়ে ছয়তলা মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়ায় অংশ নেন আহমেদ আকবর সোবহান।মন্তব্য