kalerkantho


রাজধানীতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৭ ০৮:৫২রাজধানীতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলীতে পূর্বশত্রুতার জেরে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন শামসুল হক ফকির (৫০) ও তার ভাতিজা মাদ্রাসাছাত্র আল আমিন হোসেন (১৯)। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আল আমিনের বাবা শাহজাহান মিয়া বলেন, কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় আমরা থাকি। ডাকাত বেলালের ভাই ইমরানসহ ৪-৫ জন আমাদের বাসার সামনে দুজনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে। এতে শামসুলের বুকে ও আল আমিনের দুই পায়ে গুলি লাগে।

তিরি আরও বলেন, বেলাল ও ইমরান চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‍তারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।মন্তব্য