kalerkantho


ভবনের ইট পড়ে শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১১:৩৬ভবনের ইট পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে ছয়তলা ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে শামীম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। ছাদের সীমানা প্রাচীর নির্মাণে ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
 
শিশুটির চাচা হানিফ জানান, কামরাঙ্গীরচরের কাঠপট্টি এলাকার বিদ্যুৎ অফিস গলিতে বাবা-মায়ের সঙ্গে থাকত শিশু শামীম। সে একই এলাকার আশ্রাফ উলুম মাদ্রাসার ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শামীম বড়। তার বাবা আমীর আলী একই এলাকার একটি মার্কেটের নিরাপত্তা কর্মী।

 মন্তব্য