kalerkantho


বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে উদ্বেগ জানাল জাতিসংঘ

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ০২:০৭বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে উদ্বেগ জানাল জাতিসংঘ

বিশেষ বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শিশুবিষয়ক জরুরি তহবিলের (ইউনিসেফ) বাংলাদেশ প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার একটি ই-মেইল বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন।

বাল্যবিবাহ নিরোধ আইন চলতি সপ্তাহে জাতীয় সংসদে পাস হয়েছে। এতে বিশেষ ক্ষেত্রে ১৮-এর নিচে মেয়েদের এবং ২১-এর নিচে ছেলেদের বিয়ের বিশেষ বিধান রাখা হয়েছে।

এডুয়ার্ড বেগবেদার বলেন, বাল্য বয়সে একটি শিশুর বিয়ে হলে তার প্রভাব পড়ে জীবনভর। এটি শিশুর বেড়ে ওঠার সুযোগ-সুবিধাও সীমিত করে।

ইউনিসেফ একটি পরিসংখ্যানের মাধ্যমে দেখিয়েছে, ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট দুই-তৃতীয়াংশ বাল্যবিবাহ কমেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নতুন আইনে বিশেষ বিধান থাকায় এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।মন্তব্য