kalerkantho


সুনামগঞ্জ ২ আসনে উপনির্বাচন

সুরঞ্জিতের স্ত্রী ড. জয়াসহ পাঁচজনের মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি    

২ মার্চ, ২০১৭ ১৯:০৪সুরঞ্জিতের স্ত্রী ড. জয়াসহ পাঁচজনের মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ ২ আসনের (দিরাই-শাল্লা) উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তসহ পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার আগ পর্যন্ত পাঁচজন প্রার্থী নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। চার প্রার্থী জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত মনোনয়ন জমা দিয়েছেন দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটায় ড. জয়া সেনগুপ্ত মুহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ খান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামু কবির ইমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দেন। অন্যদিকে, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি প্রার্থী শেখ জাহির আলী, জাসদ (আম্বিয়া) প্রার্থী সালেহীন চৌধুরী, জাসদ (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন। তবে বিএনপির কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, "সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলা কার্যালয়ে চারজন এবং উপজেলা কার্যালয়ে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৫ মার্চ বাছাই শেষে ১৩ মার্চ মনোনয়ন প্রত্যহারের শেষ দিন।" নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ৫ মার্চ মনোনয়ন বাছাইয়ের শেষ দিন এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫২ হাজার ৪৩০ জন। আগামী ৩০ মার্চ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

 মন্তব্য