kalerkantho


অভিবাসন খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৪৭অভিবাসন খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি

জিডিপিতে অভিবাসন খাতের অবদানের কথা উল্লেখ করে এ খাতটিকে শিল্প হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।
আজ বায়রা কার্যালয়ে জার্নালিস্টস ফোরাম অন মাইগ্রেশন (জেএফএম) এর কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময়কালে তারা দাবি জানান।
বায়রা সভাপতি বেনজীর আহমেদ বলেন, অভিবাসন খাত জিডিপিতে ১৫ দশমিক ৯ শতাংশ অবদান রাখছে। স্টেক হোল্ডারদের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অবিলম্বে এ খাতটিকে শিল্পের মর্যাদা দিয়ে স্টেক হোল্ডারদের উৎসাহিত করতে হবে। 
তিনি বলেন, সরকার যদি অভিবাসী শ্রমিকদের মান উন্নয়নে জেলায় জেলায় প্রশিক্ষণ সেন্টার তৈরি করে তবে তা রেমিটেন্সের প্রবাহকে স্বল্প সময়ে কয়েকগুণ বাড়িয়ে দিবে। 
সভায় বায়রা মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, বেকার মানুষদের অভিবাসন খাতে নিয়োগ দেয়া হয়। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের কোন ব্যবস্থা করা প্রয়োজন।
সভায় জেএফএম’র সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সংগঠনের ২১ সদস্যের প্রতিনিধিদল, বায়রা নেতা শামীম আহমেদ চৌধুরী নোমান, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য