kalerkantho


'নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য দেখালে কঠোর ব্যবস্থা'

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:২০'নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য দেখালে কঠোর ব্যবস্থা'

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কার্যালয়ের লোকদের সমন্বয় করে কাজ করতে হবে। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের ছোটরা এলাকায় অবস্থিত কুমিল্লা আঞ্চলিক ও জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নির্বাচন কমিশনার আরও বলেন, সবার মধ্যে সমন্বয় থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের নির্বাচনী আইন ও নীতিমালা মেনে চলতে হবে। 

এর আগে বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে তিনি এক মতবিনিময় সভা করেন। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দুই চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।মন্তব্য