kalerkantho


শীতের বিদায়, সহসাই হচ্ছে না বৃষ্টিপাত

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫৪শীতের বিদায়, সহসাই হচ্ছে না বৃষ্টিপাত

শীত বিদায় নিয়েছে এরইমধ্যে। বসন্ত বাতাস প্রকৃতিতে। তবে মাঝে মধ্যে বাতাস থমকে মুখ গুমরে থাকছে প্রকৃতি। সে গুমোট আবহাওয়া চোখ রাঙায় ঝোড়ো হাওয়া ও দমকা বৃষ্টির। কিন্তু ঢাকার আবহাওয়া অধিদপ্তর বলছে, অন্তত চলতি মাসে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাজধানীতে। তবে সিলেট, সুনামগঞ্জসহ পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রাজধানীতে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে ধুলোময় বাতাস ভোগান্তি বাড়ায়। নগরজুড়ে নির্মাণসামগ্রী ও খোঁড়াখুঁড়ির কারণে ধুলাবালিতে একাকার রাজধানীর বাতাস। সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টির কারণে শীতকালীন সবজি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন আমের মুকুল ও গ্রীষ্মকালীন ফসলের জন্য উপকার হবে।

 মন্তব্য