kalerkantho


৫২'র স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের দাবি

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:০১৫২'র স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের দাবি

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ১৪৪ ধারা ভেঙে যেস্থান থেকে মিছিল বের করেছিল ভাষা সৈনিকরা, ঢাকা মেডিকেল কলেজের সেই আমতলা থেকে শহীদ মিনার পর্যন্ত সোমবার বিকালে এই প্রতীকী পদযাত্রা হয়। গত ১৭ বছর ধরে ২০ ফেব্রুয়ারি বিকালে আমতলা গেইট থেকে শহীদ মিনার পর্যন্ত ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ প্রতীকী পদযাত্রা করে আসছে বলে জানান পরিষদের কোষাধ্যক্ষ সালমা আহমেদ হীরা। তিনি বলেন, ১১ দফা দাবি আমাদের দীর্ঘদিনের। এসব দাবির মধ্যে কয়েকটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে প্রতীকী পদযাত্রার আগে আমতলায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে ১১ দফার সব প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানানো হয়।

সভায় ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এমআর মাহবুব বলেন, বাঙ্গালি জাতিরাষ্ট্রের বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা ছিল অনন্য। দীর্ঘদিন হলেও ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্নগুলো আমরা এখনও সংরক্ষণ করতে পারিনি। ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত সব স্থান চিহ্নিত করা ও সংরক্ষণের পাশাপাশি ভাষা আন্দোলন স্মৃতি দিবসগুলো যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদ ও সৈনিকদের নামে চত্বর, তোরণ, বিভিন্ন স্থাপনা, স্থান, সড়ক নির্মাণ ও নামকরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ভাষা শহীদদের কবর শনাক্ত করতে হবে। মাহবুব বলেন, ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত রশিদ বিল্ডিং, ১৪৪ ধারা ভাঙার গেইট, শহীদ মিনার হয়ে আজিমপুর কবরস্থান পর্যন্ত সড়কটিকে ‌শহীদ সরণি বা ভাষা আন্দোলন স্মৃতি সড়ক নামকরণ করা ও নাম ফলক লাগানোর দাবি জানাচ্ছি আমরা।মন্তব্য