kalerkantho


আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৪৯আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের মো. সভাপতি খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খলিলুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি তিন ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন।
পৃথক শোকবার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের খলিলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।মন্তব্য