kalerkantho


সোমবার বঙ্গভবনে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫১সোমবার বঙ্গভবনে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন

নিয়োগ পাওয়ার দুই সপ্তাহ পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের সদস‌্যরা।

এ ব্যাপারে আজ রবিবার ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, কমিশনের পাঁচ সদস‌্য সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন কমিশনের সদস‌্যরা।

উল্লেখ্য, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার এবং মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপরে ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়েই কমিশনে তারা যান।

কে এম নূরুল হুদার এই কমিশনের অধীনেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।মন্তব্য