kalerkantho


রামপুরায় মেয়ের বাড়িতে মায়ের অস্বাভাবিক মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৪৮রামপুরায় মেয়ের বাড়িতে মায়ের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর রামপুরায় মেয়ের বাড়িতে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা। তিনি বলেন, রামপুরার মহানগর প্রোজেক্টের রোড নাম্বার ৫, ব্লক সি/৮০ নম্বর বাড়ি থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয়।

মৃত ফাতেমা বেগমের মেয়ের জামাই শেখ আহমেদ সমীর গণমাধ্যমকে বলেন, গত ৫ বছর ধরে শাশুড়ি আমাদের সাথে থাকেন। মেয়ের সাথে অভিমান করে গতকাল থেকে ভাত খাওয়া বন্ধ করেছিলেন। আজ রাতে সবাই যখন টিভির ঘরে ছিল, তখন তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ওসি প্রলয় কুমার গণমাধ্যমকে বলেন, আমরা কিছু সন্দেহ করছি না, ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।মন্তব্য