kalerkantho


পল্টনে এমপির অফিসে গুলিবর্ষণকারী মাসুদকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩৮পল্টনে এমপির অফিসে গুলিবর্ষণকারী মাসুদকে আটক করেছে র‌্যাব

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মোশাররফ

গত সোমবার রাজধানীর পল্টনে এক এমপির অফিসে গুলিবর্ষণকারী সন্ত্রাসী মাসুদ রানাকে (২৬) আটক করেছে র‌্যাব ৩। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। ওই গুলিবর্ষণের ঘটনায় আহত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার ছাত্রলীগকর্মী মোশাররফ হোসেন। সোমবার সন্ধ্যায় পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল ৩৭/২ পল্টন টাওয়ারের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ব্যবসায়িক অফিস।  

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ এমপি গোলাম দস্তগীর গাজীর পিএস দাবিকারী কামরুজ্জামান নামে এক ব্যক্তি জানান, ঘটনার দিন দুপুরে রূপগঞ্জ থেকে ১০/১১ জন আওয়ামী লীগকর্মী দেখা করতে গোলাম দস্তগীরের পল্টনের অফিসে আসেন। এ সময় নিজেদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে একজন পিস্তল বের করে গুলি করেন। ওই ঘটনা প্রসঙ্গে পল্টন থানা ওসি রফিকুল ইসলাম জানান, এমপির অফিসে দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল। এ সময় তাদের মধ্যে কেউ একজন একটি গুলি করলে মোশাররফ নামে একজন গুলিবদ্ধি হয়।

 মন্তব্য